সিলেটে মহানগর বিএনপির সেক্রেটারি ইমদাদসহ আ ট ক দুই

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মহানগর বিএনপির সাধাররণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাদের মহানগরীর বন্দরবাজার এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাঈন উদ্দিন। মহানগর গোযেন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, তাদের দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দু’জনই একাধিক মামলার আসামী।

এ বিভাগের অন্যান্য