হবিগঞ্জে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণ

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জ শহরে বিএনপির মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব।

তিনি বলেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের রাত ৮টার দিকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিলটি শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড এলাকায় পৌঁছলে সড়ক অবরোধ করেন তারা।
হবিগঞ্জে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাঙচুর-হাতবোমা বিস্ফোরণ

এ সময় মিছিল থেকে ১৫ থেকে ২০ নেতাকর্মী সড়কে চলাচলরত গাড়িতে ঢিল ছুড়তে থাকেন এবং বেশ কয়েকটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটনায় বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে; পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি অজয় চন্দ্র।

এ বিভাগের অন্যান্য