সিলেটের সেসব এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভাগ মেরামত ও সংরক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার জানান- শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা মহানগরের খাসদবীর, ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট, বড়বাজার, গোয়াইটুলা (আংশিক), দারুস সালাম মাদ্রাসা গলি, ইসরাফিল মিয়া গলি, মোল্লাপাড়া গলি, আঙ্গুর মিয়ার গলি, বন্ধন আ/এ, রুপসা আ/এ, রংধনু আ/এ, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, চৌকিদেখী (একাংশ) এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী।