ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে কিল-ঘুষিতে শিশুর মৃত্যু, মা-ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামের ইপিজেড এলাকায় শিশু মো. আব্দুল্লাহর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এক মা ও তার কিশোর ছেলেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে, মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলে আব্দুল্লাহ (১৩) ও আরেক কিশোর (১৫)। খেলার একপর্যায়ে গেমকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কিশোরের কিল-ঘুষিতে মারা যায় আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার থেকে নিখোঁজ ছিল আব্দুল্লাহ।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আব্দুল্লাহ মারা যাওয়ার পর ওই কিশোর ভিকটিমের পরিবারকে ভিন্ন দিকে ব্যস্ত রাখতে আব্দুল্লাহর বাবাকে ফোন করে বলে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। এছাড়া মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে ওই কিশোর ফোন করে তার মাকে ঘটনা জানায়। তার মা তখন কারখানা থেকে ছুটি নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেন। ছেলেকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর লাশ বস্তায় ভরে ফেলেন। এরপর রাত গভীর হলে বাসার কাছেই দুই ভবনের মাঝে সরু গলিতে লাশটি ফেলে আসেন মা-ছেলে মিলে। মুক্তিপণ দাবি করে জিম্মির পরিবারকে ব্যস্ত রাখার এই কৌশলটি টেলিভিশনের সিরিয়াল দেখে শিখেছে বলে পুলিশকে জানিয়েছে কিশোর।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি মুক্তিপণ চাওয়া মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রথমে বৃহস্পতিবার বিকেলে মাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পানির ট্যাঙ্কি এলাকায় অভিযান চালিয়ে তার কিশোর ছেলেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইপিজেড থানায় একটি মামলা করা হয়েছে।