বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিশংসন তদন্ত। গতকাল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ভোটে পাস হয়ে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব। তবে তার বিরুদ্ধে এখনো কোনো শক্তিশালী প্রমাণ হাজির করতে পারেনি রিপাবলিকানরা।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, তদন্ত শেষে এই প্রস্তাব উঠবে সিনেটে। সেখানে যদি বাইডেন দোষী সাব্যস্ত হন তবে প্রেসিডেন্ট পদও হারাতে পারেননি।

প্রস্তাব পাস হওয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘মার্কিনিদের জীবন সহজ করার প্রয়াসের চেয়ে তারা আমাদের মিথ্যা দিয়ে আক্রমণে ব্যস্ত।’ তিনি বলেন, এখন জরুরি ভিত্তিতে যেই কাজগুলো করা দরকার, সেগুলোতে গুরুত্ব না দিয়ে তারা ভিত্তিহীন রাজনৈতিক স্টান্টে ব্যস্ত।

রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতি ও ঘুষের অভিযোগ তুলেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, তদন্তের ফলাফল হাতে পাওয়ার আগে পর্যন্ত কংগ্রেস কোনো ধরনের রায় দেবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে সেটাও অস্বীকারের সুযোগ নেই।

এ বিভাগের অন্যান্য