বড়লেখায় অজ্ঞান করে নারীর স্বর্ণের চেইন লুট: র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের বড়লেখায় এক নারীকে অজ্ঞান করে স্বর্ণের চেইন লুটের ঘটনায় সম্পৃক্ত অজ্ঞান পার্টির ২ হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম বিভাগ) মো. মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুরে বড়লেখা পৌর শহরে জহুরা পারভীন চৌধুরী নামের এক নারীকে অজ্ঞান করে তার ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এঘটনায় ভোক্তভোগী ওই নারী বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

এ বিভাগের অন্যান্য