পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা সদস্য নিহত
পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেরা ইসমাইল খান অঞ্চলের দারাবান এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজ ভোরের দিকে ছয়জন সন্ত্রাসী ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।
এর আগে ১১ ও ১২ ডিসেম্বর একই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সেনা সদস্যদের নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফারাজ বুগতি।