ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক নারী

সিলেটের সময় ডেস্ক :

 

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজলু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।

এ সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন। এতে কনস্টেবল তাঁকে বাধা দেন। বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে তিনি ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনা বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রিকশাযাত্রী রানীকে ধরে থানায় নিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য