পাঁচ বছরে ৭৬৪ কোটি টাকা ঋণ নিয়েছেন হুইপ স্বপন
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন গত পাঁচ বছরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন ৭৬৪ কোটি ২৪ লাখ টাকা। ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা নর্দান পাওয়ার জেনারেশন লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, এলাইন্স ফাইন্যান্স পিএলসি ও এনসিসি ব্যাংক থেকে এসব ঋণ নেন তিনি।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিজ নামে ও স্ত্রীর নামে ঢাকার সাভার, পূর্বাচলসহ বিভিন্ন জায়গায় জমি আছে।
২০০৮ সালে প্রথম যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তখন স্বপনের বার্ষিক আয় ছিল তিন লাখ ৯৫ হাজার টাকা। এখন তাঁর বার্ষিক আয় এক কোটি ১৪ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা।
আবু সাইদ আল মাহমুদ টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার হলফনামায় তিনি ৭৪.৫ শতাংশ জমির দাম দেখিয়েছেন ১৬ লাখ ২৬ হাজার ৯৩১ টাকা