১০ ডিসেম্বর সমাবেশের বদলে আলোচনাসভা করবে আওয়ামী লীগ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ হচ্ছে না। এখন সমাবেশের বদল আলোচনাসভা করবে আওয়ামী লীগ।
আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার ঢাকায় সমাবেশ করতে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয় আওয়ামী লীগ। সেদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশ আয়োজন করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতির প্রয়োজন হবে।
কিন্তু শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ।
বুধবার দুপুরে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছে, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে।’