আরও ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব

সিলেটের সময় ডেস্ক :

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনো কমিশন অনুমোদন দেয়নি।’

এর আগে দেশের সব ইউএনওদের বদলির জন্য নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠানোর জন্য বলে ইসি। পরে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি। গত সোমবার ইসি এ প্রস্তাবে সম্মতি দেয়।

এদিকে, আজ ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব ইসিতে এসেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে প্রস্তাব এসেছে। ইসি এখনো অনুমোদন দেয়নি।

এ বিভাগের অন্যান্য