ঢাকার ৯ আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেটের সময় ডেস্ক :

 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আজ সোমবার বেলা ১টা পর্যন্ত ঢাকার ৯টি আসনের ৩৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। এর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপির দলীয়সহ স্বতন্ত্র প্রার্থীরা আছেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল নয়টা থেকে যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তারা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম যাচাই-বাছাইয়ের কাজ পরিচালনা করছেন।

 

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা-৫ সংসদীয় আসনে। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২২ জন। এ ছাড়া, ঢাকা-৪ এর ১৪ জনের মধ্যে ৪, ঢাকা-৬ এ ১১ জনের মধ্যে ২, ঢাকা-৭ এ ১২ জনের মধ্যে ৫, ঢাকা-৮ আসনে ১৫ জনের মধ্যে ৪, ঢাকা-৯ এ ১৩ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ ছাড়া, ঢাকা-১০ আসনে ১১ জনের মধ্যে ৬ জন ও ঢাকা-১১ নম্বর আসনে ১০ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঢাকা-১২ আসনে দুজনের বাতিল ও স্থগিত হয়েছে একজনের মনোনয়নপত্র। 

ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আছেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম লিটন, বাংলাদেশ কংগ্রেসের জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহম্মদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল আমিন এবং স্বতন্ত্র আরিফুল ইসলাম, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন ও  কামরুল হাসান।

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির হানিফ দিহিদার ও স্বতন্ত্র ফারহানা সাঈদের।

ঢাকা-৭ এ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ইদ্রিস বেপারী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগম, তৃণমূল বিএনপির নূরুন নাহার, স্বতন্ত্র মোহাম্মদ হাসিবুর রহমান ও মো. আসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মো. মহিবুল্লাহ, ইসলামী ঐক্যজোটের (আইওজে) আবু নোমান মো. জিয়াউল হক মজুমদার, স্বতন্ত্র ফরিদা আক্তার ও তাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে তৃণমূল বিএনপির রুবিনা আক্তার ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) সাদ ভূইয়ার।

এ বিভাগের অন্যান্য