মনোনয়নপত্র বাতিল হওয়ায় গড়াগড়ি দিয়ে কান্না প্রার্থীর
মনোনয়নপত্র বাতিল হওয়ায় রিটার্নিং অফিসারের অফিসের বারান্দায় গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল আলী ব্যাপারী। এ সময় তিনি চিৎকার করে বলেন, চক্রান্ত করে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে বাদ হওয়ার পর তিনি এভাবে প্রতিক্রিয়া দেখান।
আব্দুল আলী ব্যাপারী মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী বলেন, ‘আমি শেখ হাসিনার কাছে বলতে চাই, আমি যেন আমার ভোটটা দিয়ে মরতে পারি। আমার বিশ্বাস ছিল জনগণ ভোট দেবে, সংসদ ভবনে পাঠাবে। কিন্তু চক্রান্ত করে আমার মনোনয়ন বাতিল করা হলো।