সিলেটে এপিবিএন’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত ১০টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহপরান (রঃ) থানার লামাপাড়া এলাকায় জয় ফার্মেসী এর সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হোসাইন আহমেদ সৈকত (২৩), শাহপরাণ থানার লামাপাড়া গ্রামের মৃত শামান আলীর ছেলে।

এস আই (নিঃ)/ ওমর ফারুক ঘটনার বিষয়ে বাদী হয়ে এসএমপি সিলেট হযরত শাহ পরান (রঃ) থানায় এজাহার দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য