নৌকার মনোনয়ন পেলেন সাকিব

খেলাধুলা ডেস্ক ঃ

 

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসনে মনোনয়নপত্র কিনেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে নিজ নির্বাচনী আসন মাগুরা-১ থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে তাকে।

আজ রবিবার সাকিবের মনোনয়নের ব্যাপারটি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তার বাবা মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, সাকিব আল হাসান মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

সাকিব ছাড়াও বাংলাদেশের ক্রিকেটপাড়ার নাজমুল হাসান পাপন ও মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন নৌকার মনোনয়ন। গতবারের মতো এবারও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আর পুনরায় কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি পাপন।

দলীয় মনোনয়ন ঘোষণার আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার সকালে গণভবনে সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য