ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু-১

সিলেটের সময় ডেস্ক :

 

ছাতকে একই স্থানে পর-পর দু’টি দুর্ঘটনা ঘটেছে। ছাতক পৌর সভার রহমতবাগ এলাকায় ছাতক- সিলেট  সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে একটি ট্রাক দাঁড়নো অবস্থায় থাকায় ওই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে  একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে  সিএনজি চালক সহ ৩ যাত্রী গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় অটোরিকশা চালক দোয়ারা উপজেলার নৈনগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রুসমত আলী (৩০) সহ ৩ জন  যাত্রী  আহত হয়েছেন।

গুরুতর আহত যাত্রী নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের কাওছার আহমদ (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেছেন।

পুলিশ জানায়,দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৬-৬৮৫৫) ও অন টেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ছাতক থানার এস আই আসাদুজ্জামান একজন যাত্রী নিহত হবার বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য