মিসরে ইসরাইলি পর্যটক বাসে হামলা, গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মিসরে ইসরাইলি পর্যটকদের একটি বাসে হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি নাগরিক ও তাদের মিসরীয় গাইড নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকালের এ হামলায় আরও একজন ইসরাইলি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণ ইসরাইলে আক্রমণ শুরু করার একদিন পর মিসরে হামলার এ ঘটনা ঘটল। খবর বিবিসি।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের আলেকজান্দ্রিয়া শহরে দুই ইসরাইলি পর্যটক ও তাদের মিসরীয় গাইডকে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে হতাহতের বিষয়টি মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
বেসরকারি এক্সট্রা নিউজ টিভি চ্যানেল জানিয়েছে, মিসরের একজন পুলিশ সদস্য পম্পেইস পিলার নামে পরিচিত একটি প্রাচীন রোমান প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনকারী একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়।
হামলাকারী তার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে ‘এলোপাতাড়ি’ গুলি চালায়।
হামলাকারীকে ঘটনাস্থলে আটক করা হয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হামলার পরের ফুটেজে দেখা গেছে, একটি প্রত্নতাত্ত্বিক স্থানে অন্তত দুজন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরাইলি নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইলে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।
শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়ে হামাস। হামলায় এ পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।
হামাসের হামলার জবাবে পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল বিমান বাহিনী। এতে ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
