স্যাটেলাইট ইন্টারনেট প্রতিযোগিতায় যোগ দিলেন জেফ বেজোস
সাম্প্রতিক বছরগুলোতে জমে উঠেছে অ্যামাজন বনাম স্পেসএক্স অথবা জেফ বোজেসের প্রতিযোগিতা। তাদের এই স্নায়ুযুদ্ধে লাভ বরং প্রযুক্তিপ্রেমীদের। এলন মাস্ক স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপন করে সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবার মান আরও বাড়াতে চাইছে। এখানেও তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জেফ বোজেস।
শুক্রবার অ্যমাজন মহাকাশে উৎক্ষেপন করেছে তাদের ‘প্রজেক্ট কুইপার’সিরিজের দুটি স্যাটেলাইট। প্রটোটাইপ এই স্যাটেলাইট দুটির নাম ‘কুইপারস্যাট-১’ এবং ‘কুইপারস্যাট-২’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উপগ্রহ দুইটি উৎক্ষেপণ করা হয়।
বিশ্বের যেকোনো স্থানে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা হিসেবে এ দুটি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়েছে। আগামী কয়েক বছরে পৃথিবীর কক্ষপথে তিন হাজার ২০০টিরও বেশি উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করছেন বেজোস।
‘কুইপারস্যাট-১’ এবং ‘কুইপারস্যাট-২’ স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা করবে।
উচ্চ-ব্যান্ডউইথ, কম লেটেন্সি (ন্যূনতম বিলম্ব) ইন্টারনেট সংযোগের জন্য দ্রুত ক্রমবর্ধমান বাজার ধরতে চান জেফ বেজোস।
সূত্র: বিবিসি