কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরে কালিয়াকৈরের রগনপুর নলিপাড়া এলাকায় মাটির দেয়াল ধসে এমারত আলী (৬৫) ও তার স্ত্রী আছিমা বেগম (৬০) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে দেয়ালের নিচে পড়া তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত গতকাল সকাল থেকে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে এমারত আলী ও তার স্ত্রী তাদের মাটির ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে।

রাত ১২টার পরে যে কোন সময় এমারত আলীর ঘরের মাটির দেয়াল বৃষ্টির কারণে নরম হয়ে তাদের উপর ধসে পড়ে।এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে বাড়ীর লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন মাটির দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য