সাকিবরা দেশের জার্সি গায়ে দিলে অন্য কিছু মাথায় থাকে না

খেলাধুলা ডেস্ক ঃ

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের পর পরিচালনা পর্ষদের প্রথম সভায় নতুন দায়িত্ব পান জালাল ইউনুস। মিডিয়া কমিটির চেয়ারম্যান থেকে তাকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। তখন তৎকালীন হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের মনোমালিন্যের খবর বাইরে আসে। নতুন দায়িত্ব পেয়ে জালাল ইউনুস তাই জোর দিয়ে বলেছিলেন, তার প্রথম কাজ হবে ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরানো।

 

প্রশ্ন হচ্ছে, দুই বছর পর ঠিক কতটুকু ফিরেছে ড্রেসিংরুমের শৃঙ্খলা? 

বর্তমান হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের সাথে তামিমের তিক্ত সম্পর্কের কথা অজানা নয় কারো। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বাঁহাতি ওপেনারের বৈরিতা। এসব নিয়ে বিশ্বকাপের ঠিক আগ দিয়ে জল ঘোলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। চলছে এক পক্ষ আরেক পক্ষের দিকে তীর ছোড়াছুড়ি।

এসবের প্রভাব কি একেবারেই পড়বে না দলে? 

৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সে ম্যাচের আগে জালাল ইউনুস এবার জানালেন, সাকিব-লিটনরা দেশের জার্সি গায়ে দিলে অন্য কিছু মাথায় থাকে না।

ভারতে দলের সঙ্গে যোগ দিতে আজ দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) যখন জার্সি গায়ে দেয়, তারপর আর অন্য কিছু মাথায় থাকে না। ওরা খুব ভালোভাবে একতাবদ্ধ।

তাদের ফোকাস থাকে শুধু ম্যাচ জেতার জন্য, ম্যাচ খেলার জন্য। ওরা কোনো কিছুতেই বিচলিত থাকে না। ওরা খুব ভালো স্পিরিটেড। আমরা ভালো একটি ম্যাচের দিকে তাকিয়ে।’ 

আইসিসি ইভেন্টে স্পোর্টিং উইকেট থাকলেও ভারতীয় কন্ডিশনে ব্যাটারদের সহায়ক থাকে।

আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও অনেক রান দেখা গেছে। বাংলাদেশ দলের বড় রান তাড়া করে জেতার সক্ষমতা নিয়ে জালালের জবাব, ‘আমরা সামর্থ্যবান দল। আমাদের ব্যাটিং খুব ভালো। যদি তিন শ, সাড়ে তিন শ করতে হয়, আমাদের রান তাড়ার মতো ব্যাটিং লাইন আপ আছে।’
এ বিভাগের অন্যান্য