সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল ২৩ ভারতীয় সেনা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়।
প্রত্যন্ত এই অঞ্চলটি নেপালের সঙ্গে ভারতের সীমান্তের কাছে অবস্থিত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে অবস্থিত।
সূত্র : আল-অ্যারাবিয়া