পানি নিস্কাশনের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের বাহুবলের কামারগাও পানি নিস্কাশনের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো ৫ জন। শনিবার রাত সাড়ে ৯টায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাও চেরাগ আলী পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাবহুব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন-কামারগাও গ্রামের চেরাগআলীর ছেলে ইউসুফ আলী (৩৭), হুসন আলীর পুত্র সিএনজি চালক উস্তার মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে নিহতদের খবরে তাদের স্বজনরা দুই বাড়িরর ৬টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখাকালে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান। তবে নিহত ইউসুফের প্রতিপক্ষের লোকজন জানান, ঘটনার সময়ে ইউসুফ আলী তার ভাড়াটিয়া লোকদিয়ে ফারুকের লোকজনের উপর হামলা করলে নিরীহ সিএনজি চালক উস্তার গুরুতর আহত হয়। এতে ফারুক মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে ইউসুফকে আঘাত করলে সেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিভাগের অন্যান্য