গোপন নথির মামলা: ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

রাষ্ট্রীয় গোপন নথি (সাইফার) ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে আগামী ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে। এই মামলা পরিচালনায় নিয়োজিত বিশেষ আদালতের বিচারক গতকাল সোমবার এই সিদ্ধান্ত দেন।

বর্তমানে পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। সেই কারাগারেই গতকাল মামলার শুনানি করেন বিচারক আবুল হাসনাত জুলকারনাইন।

 

এ সময় বিশেষ কৌঁসুলি জুলফিকার নাকভি ও পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর একটি দল উপস্থিত ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা বিচারকের কাছে অভিযোগপত্র জমা দেন। ইমরানের পক্ষে ছিলেন তাঁর আইনজীবী সালমান সফদার। শুনানির সময় ইমরান ও কুরেশিকে বিচারকের সামনে হাজির করা হয়।

 

এ সময় আদালতে অভিযোগপত্রের অনুলিপি সরবরাহ করে এফআইএ। পরে তা ইমরান ও কুরেশির আইনজীবীর কাছে সরবরাহ করা হয়।

সূত্র : দ্য ডন, জিও নিউজ

এ বিভাগের অন্যান্য