স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলেন স্ত্রী, আঘাতে প্রাণ গেল কোলের শিশুর
গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম ফাতেহা খাতুন। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
নিহত শিশুর চাচা হোসেন আলী জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী লাল মিয়ার সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।
ওই গ্রামের ফজলু মিয়া জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে আব্দুস সাত্তারের বাড়ির পাশে বসা সালিসে কাগজ-পর্চা দেখার সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।
প্রত্যক্ষদর্শী রিপন মিয়া জানান, সংঘর্ষকালে আব্দুস সাত্তার ছুটে এসে তার বসতঘরে আশ্রয় নেন। ওই সময় প্রতিপক্ষ ঘরে ঢুকে তাকে মারধর করে। স্বামীকে বাঁচাতে দুই বছর বয়সী মেয়েশিশুকে কোলে নিয়ে কুলসুম বেগম এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে। ওই সময় মা-বাবাকে করা আঘাতে শিশুটির মাথায় জখম হয়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ জানান, সালিস বসার ১৫ মিনিটের মধ্যেই দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম কালের কণ্ঠকে বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
