জীবন দিয়ে হলেও এ সরকারকে বিদায় করা হবে : গয়েশ্বর

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন বিএনপির আন্দোলন ডু অর ডাই। এখান থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রবিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে, গণতন্ত্রের প্রাণ খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে।

গুলি খেতে হলে গুলি খেতে হবে, মার খেতে হলে মার খেতে হবে। তাও এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতেই হবে। ডু অর ডাই, এর মাঝামাঝি আর কোনো কিছু নাই।

তিনি বলেন, সবাই চিকিৎসা পায় কিন্তু বেগম খালেদা জিয়া চিকিৎসা পান না।

কি কারণে খালেদা জিয়া চিকিৎসা করতে যেতে পারবেন না? খালেদা জিয়াকে শেখ হাসিনা হিংসা করেন। খালেদা জিয়ার অপরাধ তিনি দেশের মানুষকে ভালোবাসেন, তার অপরাধ তিনি ভোট চুরি করেন নাই।

গয়েশ্বর আরও বলেন, খালেদা জিয়া জামিন ও চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। মুক্তি না দিলে এ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, জীবন দিয়ে হলেও এ সরকারকে বিদায় করা হবে। আমাদের সকল নেতাকর্মীকে জেলে দিলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না।

এ বিভাগের অন্যান্য