নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির!
বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টায় জড়িত থাকায় নাসিরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত আট জনের মধ্যে নাসির ছাড়া ক্রিকেটার হলেন দুইজন। তারা আরব আমিরাতের রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। তবে তিনজনের মধ্যে নাসিরই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার। বাকিদের মধ্যে আছেন কৃষ্ণা কুমার চৌধুরী।