এমন পরিস্থিতি সৃষ্টি করব যাতে সরকার পদত্যাগে বাধ্য হয় : মির্জা আব্বাস
সারা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেই সময়ের জন্য আপনারা সবাই প্রস্তুতি নিন। আমার যুবক ভাইয়েরা, বোনেরা এবং আমার মায়েরা যারা আন্দোলন সম্পর্কে শুনছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। যদি মনে করেন বিএনপির নেতারা আন্দোলন করে সরকার নামাবে তাহলে কিছুই হবে না। যদি আপনার অংশগ্রহণ না করেন তাহলে এই সরকারকে কখনোই ক্ষমতা থেকে সরানো যাবে না।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেরানীগঞ্জের জিনজিরায় অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশে মির্জা আব্বাস বলেন, আপনারা সবাই জানেন এই দেশে দ্রব্যমূল্যের কী দুরবস্থা।
তিনি বলেন, কয়েকদিন আগে আমান গ্রেপ্তার হলো, তাকে জেল দিল। গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পিটানো হলো। আমাদের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। শুধু বিএনপি নেতাকর্মীদের বিচারই কেন হবে? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? গণতন্ত্রের পক্ষে কথা বলা কি অপরাধ? যারা দেশকে ভালোবাসে সেটা কি অপরাধ? আজকে হাসিনার এই সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নাই।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সেনর উপদেষ্টা মো. আব্দুস সালাম।
