১০ জনের মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক ঃ
এশিয়ান গেমসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের। নিজেদের ভুলে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।
ম্যাচের শেষ ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ফিরতে পারেনি সমতায়।
হাংজুর শিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে মিয়ানমার। তবে গোলের দুয়ার খুলে দেয় বাংলাদেশই। ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার মুরাদ হাসান। তাতে উল্লাসে মাতে মিয়ানমার। তবে ৭৫ মিনিটে মিয়ানমারের জুয়ে খান্ত মিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের।
গ্রুপ ‘এ’তে অপর ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিক চীন। পরের ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছয় গ্রুপ থেকে সেরা দুটি দল ও তৃতীয়স্থান অধিকারী সেরা চারটি দল খেলবে নকআউট পর্বে।
এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। তবে ক্রিকেট-ফুটবলসহ বেশ কয়েকটি ইভেন্ট মাঠে গড়িয়েছে আজ থেকেই।