শেষ হলো সংসদের ২৪তম অধিবেশন, ৮ দিনে ১৮ বিল পাস

সিলেটের সময় ডেস্ক :

শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। আজ রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের সমাপ্তির ঘোষণা করেন ডিপুটি স্পিকার শামসুল হক টুকু।

চলতি এ অধিবেশন শুরু হয় গত ৩ সেপ্টেম্বর। ৯ কার্যদিবসের এ অধিবেশনে সরকারি-বেসরকারি মিলে ২৯টি বিল আসে। এর মধ্যে ৮ দিনে ১৮টি বিল পাস হয়েছে। গত ৪ সেপ্টেম্বর পাস হয় ২টি বিল, ৫ তারিখ ২টি বিল, ৯ তারিখ ২টি, ১০ তারিখ ২টি, ১১ তারিখ ২টি, ১২ তারিখ ৩টি, ১৩ তারিখ ৩টি এবং শেষের দিন ১৪ সেপ্টেম্বর ২টি বিল পাস হয়েছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল, সাইবার নিরাপত্তা বিল ও ‘সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩’ পাস গত বুধবার সংসদ অধিবেশনে পাস হয়েছে। এ অধিবেশনে ১৭টি বিল কমিটিতে পাঠান হয়েছে পরীক্ষার জন্য। ৫টি বিল পাসের অপেক্ষায়, যা আগামী একটা অধিবেশন বসবে সেখানে পাস করবো।

এ বিভাগের অন্যান্য