খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে: গয়েশ্বর

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া এখনো মুক্তি পাননি। সরকার তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে। তিনি চিকিৎসা নিতে পারেন না। খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসার অনুমতি না পান, বাংলাদেশের আর কেউ যেন বিদেশে চিকিৎসার জন্য না যান। সেটা সরকারের মন্ত্রী, এমপি কিংবা যে-ই হোক। খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুই স্থান থেকে গণমিছিল বের করে। পরে প্রথমবারের মতো দুই গণমিছিল নয়াপল্টনে গিয়ে মিলিত হয় এবং সেখানে সমাবেশ করে। এ সময় তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। অন্যথায় তার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘ষড়যন্ত্র চলছে’। আমরা মনে করি তাকে রিমান্ডে নেওয়া হোক, কারা ষড়যন্ত্র করছে বের করা উচিত। নিজেরা সব করবেন আর দোষ দিবেন বিএনপিকে এটা হতে পারে না।

এ বিভাগের অন্যান্য