ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই জনের মৃত্য হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এক মোটরসাইকেলে তিনজন দ্রুত গতিতে যাওয়ার পথে  আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। 

আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ১৭ মিনিটে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে নিয়ে আসেন ঘটনাস্থল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি বলেন, ওই অবস্থায় কারো পরিচয় পাওয়া জানতে পারিনি। কোনো রকম হাসপাতালে নিয়ে আসি।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ঘটনাটি হাইওয়ে (হাসারা) থানার মধ্যে পড়েছে।

আমরা তাদের কাছে বুঝিয়ে দিয়েছি। বিষয়টি এখন তারাই দেখছেন। 

হাইওয়ে হাসারা থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আসিফুজ্জামান আসিফ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বলেন, আমাদের এখানে একজনের মৃতদেহ রয়েছে। আরেকটি মরদেহ ঢামেক হাসপাতালে আছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য