চুনারুঘাটে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটের সময় ডেস্ক :
দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুনারুঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। এতে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
শুক্রবার বিকেল ৪ টা থেকেই উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে সামনে জড়ো হতে থাকেন নেতা–কর্মীরা। পৌর শহরের উত্তর বাজার থেকে থানা মোড় পর্যন্ত বিএনপির নেতা–কর্মীদের জমায়েত দেখা গেছে। অনেকে হাতে ফেস্টুনে তাদের দলীয় নেতাকর্মীর ছবি নিয়ে, কেউ কেউ রংবেরঙের ফেস্টুন–ব্যানার নিয়ে মিছিল করে শোভাযাত্রায় আসেন। ব্যানার, প্ল্যাকার্ড, আর দলীয় পতাকায় ছেয়ে যায় শোভাযাত্রা । বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডেে গিয়ে শেষ হয় । এতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজের পরিচালনায় এতে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। এদিকে কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নেই। চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে দক্ষিণ বাসস্ট্যান্ডে গিয়ে এসে শেষ হয়। দলীয় ও জাতীয় পতাকা, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান সহ তাদের পছন্দের নেতাকর্মীদের প্রতিকৃতিসহ নানা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মী বলেন, সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু দেশের জনগণ সেই বাকশালে কোনদিন ফিরে যেতে দেবে না। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি কামনা করে সংক্ষিপ্ত সভা সমাপ্ত হয়।