চুনারুঘাটে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত-২
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ রাস্তার গ্রীন ফেয়ার স্কুল ও উবাহাটা সরকার বাড়ির সামনে চুনারুঘাট সড়কে সিএনজি অটোরিক্সা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
নিহতরা হলেন সিএনজি চালক জাজিউতা গ্রামের রফিকুল ইসলামের পুত্র মাহবুবুর রহমান জামাল (৩৩), সিএনজির যাত্রী মৎস্যজীবী উবাহাটা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত কাছুম আলীর পুত্র ফরিদ মিয়া (৪৫)।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান এর সাথে চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার উল্লেখযোগ্যস্থানে মুখোমুখি সংঘর্ষে গাড়ী দুটি দুমড়ে মুছরে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী মৎস্যজীবী ফরিদ মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এসময় আহত সিএনজি চালক মাহবুবুর রহমান জামালকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিলেটে নেয়ার পথে নবীগঞ্জ উপজেলার পানিউমদা নামকস্থানে রাস্তায় মারা যান জামাল ।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে এই দুর্ঘটনা ঘটে। গাড়ী দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশও দুটি থানায় রয়েছে, পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন।