ফিলিপাইনে দুইতলা বাড়িতে আগুন, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

কাপড়ে ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত ফিলিপাইনের ম্যানিলায় একটি দুইতলা বাড়িতে আজ বৃহস্পতিবার ভয়াবহ আগুন লেগেছে। এতে তিন বছরের এক শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

স্থানীয় ফায়ার মার্শাল সিনিয়র সুপারিনটেনডেন্ট অ্যারিস্টটল বানাগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টায় ম্যানিলায় দুইতলা বাড়িতে আগুন লাগে।

স্থানীয় মেয়র জয় বেলমন্ত বলেছেন, সেইসময় ওই বাড়ির ভেতরে ১৮ জন ছিলেন। তিনজন সেখান থেকে বের হতে সক্ষম হয়েছেন কিন্তু অন্যরা সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে বাড়ি ও পোশাক ফ্যাক্টরির মালিকও আছেন।

তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, বাড়িটিতে জুতা ও ব্যাগ বানানোর অনুমতি ছিল কিন্তু সেখানে প্রিন্টের টি শার্ট বানানো হচ্ছিল।

এ বিভাগের অন্যান্য