ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার (ইউএনসি) ক্যাম্পাসে প্রবেশ করে এক শিক্ষককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবারের এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।

গতকাল বিকেলেই ওই এলাকা ঝুঁকিমুক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিষ্ঠানের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ এক বিবৃতিতে বলেছেন, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় একজন ফ্যাকাল্টি সদস্যকে হারিয়ে আমি বিধ্বস্ত।

তিনি আরও জানান, সোমবার বিকেলে নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল ক্যাম্পাসে গোলাগুলির খবর পুলিশকে জানানো হয়েছিল। সন্দেহভাজনকে আটক করে হেফাজতে পাঠানো হয়েছে।

ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ ক্যাম্পাস হুমকিমুক্ত বলে জানিয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশের ভারী যান মোতায়েন ছিল। তবে নিহত শিক্ষক ও হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি।

চ্যান্সেলরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবারের ক্লাস বাতিল করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে অন্তত ৩২ হাজার শিক্ষার্থী, ৪ হাজার ১০০ শিক্ষক এবং ৯ হাজার স্টাফ রয়েছে।

এ বিভাগের অন্যান্য