সরকারের পতন ‘অল্প সময়ের মধ্যে’ : মান্না
সিলেটের সময় ডেস্ক :
সরকারের পতন ‘অল্প সময়ের মধ্যে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। সামনে যারা দাঁড়িয়েছে চামচা, যাদের দিয়ে আওয়ামী লীগ মাঝে-মধ্যে শান্তি সমাবেশ করে… এরা থাকছে না। এদের পতন হবেই।
এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে এই সভা হয়।
মান্না বলেন, সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষা করতে থাকেন।
এই মাস তো শেষ হয়ে গেল। সামনের মাসে আলামত দেখবেন। সমানের মাসে বিদায়.. পরে মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে পারব।
মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে।
এই সরকারকে ‘চোরদের সরকার, ডাকাতের সরকার, লুটেরাদের সরকার’ হিসেবে অভিহিত করে এই অপকর্মের হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মান্না বলেন, ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি যদি ক্ষমতায় যায় এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি ভাই? নিজেরা নিজেরা পটল তুললেন, নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবেন… হায় হায় বিএনপি এসে গেছে তাতে হার্টফেল করবেন।
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।