সরকার যাবে না, টেনে-হিঁচড়ে নামাতে হবে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। তারা ১৫ বছর ধরে আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তারা যাবে না, তাদের টেনে-হিঁচড়ে নামাতে হবে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান ১-এ গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আজ শুনলাম কেউ কেউ নেপালে গেছেন।
তিনি বলেন, আওয়ামী সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এতে আরো অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, যুগ্ম সচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ। গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।