বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনোয়ারুজ্জামান’র শ্রদ্ধা নিবেদন

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ (১৫ আগস্ট) দুপুরের দিকে তিনি চৌহাট্টাস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্পাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য