টেইলর সুইফটের কনসার্টে নাচানাচির পর ‘ভূমিকম্প’!

বিনোদন ডেস্ক ঃ

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে দেশটির জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে ভক্তদের নাচানাচির পর ভূকম্পন অনুভূত হয়েছে। একজন ভূকম্পবিদ জানিয়েছেন, কম্পনটি ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

সিয়াটলের লুমেন ফিল্ডে গত ২২ ও ২৩ জুলাই এই কনসার্ট আয়োজিত হয়। জ্যাকি ক্যাপলান-অরব্যাচ নামের ওই ভূকম্পবিদ জানিয়েছেন, সুইফট ভক্তদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের কারণে এই ভূকম্পন অনুভূত হয়েছে।

এবারের ভূকম্পনটির সঙ্গে তুলনা করা হচ্ছে সিয়াটলেই হওয়া ২০১১ সালের ‘বিস্ট কুয়াক’-এর সঙ্গে। সেবার আমেরিকান একটি ফুটবল লিগের ম্যাচশেষে দর্শকদের উদযাপনের পর ভূকম্পন অনুভূত হয়।

পশ্চিম ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাপলান-অরব্যাচ সিএনএনকে বলেছেন, ২০১১ সালের সেই ফুটবল ম্যাচের পরের ভূকম্পন ও সুইফটের কনসার্টের পরের ভূকম্পনের মাত্রার পার্থক্য মাত্র ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টের কম্পন দ্বিগুণ শক্তিশালী ছিল।’

তিনি বলেন, ‘আমি কনসার্টের দুই রাতের তথ্যই নেই এবং লক্ষ্য করি সিগন্যালের ধরন একদম একই ছিল।’ প্রসঙ্গত, সিয়াটলে টুইফটের কনসার্টের ২ রাতে লোক হয়েছিল প্রায় ১ লক্ষ ৪৪ হাজার।

এ বিভাগের অন্যান্য