তামিমের দুই চিকিৎসা, ইনজেকশন অথবা অস্ত্রোপচার

খেলাধূলা ডেস্ক ঃ

তামিম ইকবালের ইনজুরি পরখ করার পর চিকিৎসকরা দুটি উপায় বাতলেছেন। এক. ইনজেকশন। দুই. অস্ত্রোপচার। লন্ডনের ইস্টবাউন্ড মেডিকেল ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার রাতে পিঠের নিচে দুটি ইনজেকশন দেওয়া হয়েছে তামিমকে। তিনি চিকিৎসক টনি হ্যামন্ডের অধীনে রয়েছেন। তামিমকে পর্যবেক্ষণে থাকতে হবে। তার সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ব্যথা না কমলে আবারও তাকে ইনজেকশন দেওয়া হবে। তাতেও কাজ না হলে অস্ত্রোপচার করাতে হবে।

পরিবারসহ দুবাইয়ে অবকাশ যাপনের পর চিকিৎসার জন্য লন্ডনে যান ৩৪ বছর বয়সি এই বাঁ-হাতি ওপেনার। মঙ্গলবার পিঠের ব্যথা উপশমের জন্য এমআরআই করা হয় তার। এমআরআইয়ের রিপোর্টের ভিত্তিতে ইনজেকশন দেওয়া হয়। তামিমের মেরুদণ্ডের ক্ষয় ধরা দুই ডিস্কে তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি বিশ্রামে রয়েছেন। দু-একদিনের মধ্যে আবার হাসপাতালে যাবেন তামিম। তার অবস্থার উন্নতি দেখার পর চিকিৎসকরা পরবর্তী পদ্ধতি নির্ধারণ করবেন। উন্নতি হলে দ্রুত তার দেশে ফেরার কথা। তামিমের মেরুদণ্ডের স্নায়ু নিস্তেজ করার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের কার্যকারিতা থাকে তিন মাস। কারও ক্ষেত্রে ৪-৫ মাস। আগেও এ ধরনের ইনজেকশন নিয়ে প্রায় তিন মাস খেলেছিলেন তামিম। বিশ্রাম শেষে ধীরে ধীরে ফিটনেস অনুশীলন শুরু করতে পারবেন। অনুশীলনে ফেরার পর যদি ব্যথা ফিরে আসে, তখন আবার ইনজেকশন নিতে হবে। কিন্তু বারবার একই সমস্যা হলে অস্ত্রোপচার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তামিমের ব্যথা ফিরে আসে গত বছর নভেম্বরে। তার কোমরে এর আগে বিসিবির মেডিকেল বিভাগ স্ক্যান করে কিছু পায়নি। এদিকে এশিয়া কাপের বাকি এক মাস। বিশ্বকাপের দুই মাসের একটু বেশি। তামিম তাই দুটি টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল।

এ বিভাগের অন্যান্য