উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: মন্ত্রী ইমরান

সিলেটের সময় ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারের উন্নয়ন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে নির্মাণাধীন মুজিব কেল্লা পরিদর্শন ও একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা চাই দেশের উন্নয়নের গতি অব্যাহত থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশে উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়। বর্তমান সরকারের উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদিন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, গোয়াইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সিলেট জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক অখিল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, ৬ নং দক্ষিন রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, ৩ নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ৩ নং তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নূর মিয়া, গোয়াইনঘাটের ৭ নং নন্দিরগাও ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল হক, ডৌবাডী ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন,দক্ষিন রনিখাই ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হাজী আব্দুল হাশিম, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সাবেক যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সামসুল আলম, রুপক চন্দ্র দাস, ফারুকুজ্জামান রানা, রুমেল আহমদ, ওমর আলী, শাহ আলম স্বাধীন, তুহিন বক্স, আহমদ রেজা রুবেল, জুনায়েদ ইভানসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য