জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চুল কাটা নিয়ে দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার মামলার এজাহার নামীয় ৪ জনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, বাড়ী জগন্নাথপুর এলাকার মৃত রয়াব আলী ছেলে আশিক মিয়া (৪৫), তার ছেলে আবেদ আলী (১৬), কুদ্দুছ মিয়ার ছেলে মিছির আলী (৩৮), মৃত কাচা মিয়ার ছেলে নিম্বর আলী (২৪)।

এরআগে শনিবার সংঘর্ষে আহত আকমলের মা রিজিয়া বেগম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার অপর আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, নয় দিন আগে জগন্নাথপুর পৌরসভা নয়াহাটি এলাকার আকমলের ভাই জয়নালের সঙ্গে চুল কাটা নিয়ে বাড়ি জগন্নাথপুর এলাকার নছির আলীর ভাতিজা জাহিদের ঝগড়া হয়। পরে আবার ওই বিষয়কে কেন্দ্র করে গত বুধবার জাহিদের ভাই ও জয়নালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এরই জেরে গতকাল শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে নারীসহ ১০ জন আহত হন।

এ বিভাগের অন্যান্য