কোম্পানীগঞ্জে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলফু মিয়া ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মাঠ থেকে থানা বাজারের বিভিন্ন গলি হয়ে সিলেট-ভোলাগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে বিক্ষোভ মিছিল শেষে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের জনপ্রিয় দুই ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের মানহানি করছেন। পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন সরকারকে অবৈধ সরকার বলে এবং নিজেরাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিড়ে উপজেলার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছেন।
অনতিবিলম্বে জনপ্রতিনিধিদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা বলেন বিক্ষুব্ধ জনতা৷
সরকারকে অবৈধ বলায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছেড়ার বিন্দুমাত্র সত্যতা যেখানে নেই সেখানে দুই জনপ্রতিনিধি আলফু চেয়ারম্যান ও আলমগীর আলম চেয়ারম্যান সহ চার জনের বিরুদ্ধে মামলা পুলিশ কিভাবে গ্রহণ করেছে। শিগ্রই সেই মামলার প্রত্যাহার করার দাবী জানান আজনতা।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রশিক আহমদ, শ্রমিকলীগ নেতা আলী হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।