সিলেটে জনসভার অনুমতি পায়নি জামায়াত

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে জনসভার অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। পুলিশ বলছে, নাশকতার আশঙ্কা থাকায় এ জনসভার অনুমতি দেয়া হয়নি। এরপরও সমবেত হওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে জামায়াত বলছে, অনুমতি না মিললেও যথা সময় যথাস্থানে শান্তিপূর্ণভাবে জনসভা করতে প্রস্তুতি রয়েছে দলটি।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লোডশেডিং বন্ধ, জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ জনসভা করার কথা রয়েছে।

দলটির নেতারা বলছেন, জনসভার জন্য আগেই আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চাওয়া হয়েছে। তবে আজ রাত পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি। জনসভা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে মহানগরীর বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভাও করেছেন তারা। সংবিধানে প্রত্যেক নাগরিকের সংগঠন ও সভা সমাবেশ করার অধিকার রয়েছে। জনগণের দাবি আদায়ের লক্ষে রাজপথে নামতে বাধ্য হয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবেই শান্তিপূর্ণ জনসভা করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আমরা এখনো আশাবাদি প্রশাসন অনুমতি দিবে। আমাদের পূর্বনির্ধারিত জনসভা নিয়ে শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশানার মো: ইলিয়াস শরীফ বলেন, জামায়াতের জনসভায় নাশকতার আশঙ্কা রয়েছে। তাই অনুমতি দেয়া হয়নি। এটা তাদেরকে জানানো হয়েছে। যদি অনুমতি ছাড়া সমাবেশ করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এ বিভাগের অন্যান্য