শেখ হাসিনাকে তাড়ানোর দায়িত্ব আমাদের, আমেরিকার না: গয়েশ্বর

সিলেটের সময় ডেস্ক :

 

শেখ হাসিনার সরকারকে তাড়াতে হলে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, ‘শেখ হাসিনাকে তাড়ানোর দায়িত্ব আমাদের, আমেরিকার না। তবে, একটা ইতিবাচক দিক হচ্ছে এতদিন জঙ্গিবাদ, বিএনপি-জামায়াত নানা তকমা দেওয়া হতো, অনেক টাকা-পয়সা খরচ করে বিদেশিদের অন্ধকারে রাখা হতো। বিএনপি-জামায়াত নাকি সন্ত্রাস সৃষ্টি করে, কিন্তু এখন তা কেটে গেছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এখন বিদেশিরা দেখছে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার কোন পর্যায়ে আছে। এটা আমাদের আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমাদের উৎসাহিত হওয়ার আছে যে গণতান্ত্রিক বিশ্ব বলছে, তাদের সদস্য হতে গেলে, তাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তারা কিন্তু বলছে না কোন পদ্ধতি হবে। কথাগুলো বিরোধীদল ও সরকারি দলকে বলছে।’

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চলমান আন্দোলনে বিজয় লাভ করলে সবাইকে এমপি-মন্ত্রী বানাতে পারব না। কিন্তু আমরা সবাইকে মূল্যায়ন করতে পারব।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এখন আমাদের দরকার এক দফা, এক দাবি হাসিনা ক্ষমতা থেকে কখন যাবে। তাকে ক্ষমতা থেকে নামিয়ে শান্ত হতে হবে।’

জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের সভাপতি আরিফুর রহমান মোল্লা সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক শিক্ষক অ্যাসোসিয়েশন সভাপতি মশিউজ্জামান পানু, জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল্লাহ মুজিব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য