সুনামগঞ্জে ৩ চোরাকারবারি আটক

সিলেটের সময় ডেস্ক :

 

ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (৯ জুলাই) সকাল ৭টার দিকে জেলা সদরের বড়ঘাট পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় ব্যাটারি চালিত দুইটি  ইজিবাইকে (টমটম) তল্লাশি করে ২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
ধৃত ব্যক্তিরা হলেন, জেলা সদরের অচিন্তপুর এলাকার
তোফাজ্জল হক ওরফে তোফায়েল (২৫), একই এলাকার মিজানুর রহমান (২৭) পার্শ্ববর্তী বৈঠাখালী এলাকার সুমন মিয়া (২৭)।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এএসআই শরীফ মিয়া, এএসআই মুহিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে ধৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালেই পুলিশ স্কটের মাধ্যমে ধৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এদিকে, তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন  শ্রীপুর বাজারে অনেকটা প্রকাশ্যে ভারতীয় চিনিসহ বিভিন্ন পন্যসামগ্রী দেদারসে বিক্রয় করা হচ্ছে। প্রশাসন বিষয়টি না জানার কারণে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে না বল জানা গেছে। বিষয়টি নজরে এনে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিবে প্রশাসন এমন প্রত্যাশা এলাকার সচেতন মহলের।
এ বিভাগের অন্যান্য