গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মাহত্যা
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মুরসালিন (১৭) নামে এক কিশোরের আত্মাহত্যা করেছে। শনিবার দুপুরে বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ঐ গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান,বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামে নিজ বাড়িতে মুরসালিন সবার অগোচরে ঘরের বরগার সাথে উর্ণা দ্বারা ফাঁসি দিয়ে আত্মাহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন এই ঘটনার সত্যাতা নিশ্চিত করেছে।