কোম্পানীগঞ্জে নৌকা ডুবে একজন নিখোঁজ
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে রাতের আধারে নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামের একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তিনি কালীবাড়ি গ্রামের মৃত হাজী মুহিবুর রহমানের পুত্র। অফিক মিয়াকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত তার আত্মীয় স্বজন ও কোম্পানীগঞ্জ থানাপুলিশ খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি এএসআই মাহফুজুর রহমান ঘটনার খবর নিশ্চিত করে বলেছেন রাত ৯টার দিকে নৌকা ডুবিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ধলাই নদীতে অনেক খুঁজাখুঁজির পরেও কোন সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস’কে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আরও ভালো ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।