বানিয়াচংয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩১আগস্ট) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

এই বিতর্ক প্রতিযোগিতায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, ডা. ইলিয়াছ একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেয়।

প্রথম দিন জমজমাট বিতর্কের মাধ্যমে শেষ হয়ে ফাইনাল রাউন্ডে যায় বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।

শনিবার এই দুই দলের মধ্যে তর্ক-বিতর্ক শেষে বিজয়ী হয় বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল- ‘মেধা গঠনে পরিবারের ভূমিকাই মুখ্য’। এই বিষয়ের ওপর পক্ষে-বিপক্ষে যুক্তি খণ্ডন করে উভয় দলই। বিজয়ী দল প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার টাকার চেক। রানার্সআপ দল পেয়েছে ৩ হাজার টাকার চেক। উভয় দলের সবাই পেয়েছে সার্টিফিকেট।

সেরা বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সানজিদা আক্তার রিয়া। সার্টিফিকেটের পাশাপাশি সেরা বক্তা হওয়ায় সম্মাননা ক্রেস্টও দেয়া হয় তাকে।

এই বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেছে তাদের সবাইকেই সার্টিফিকেট দিয়েছেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর কর্ণধার মোশতাক আহমেদ সিএ।
বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে মডারেটরের ভূমিকায় ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার খানম। বিচারক হিসেবে ছিলেন-বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস, জনাব আলী সরকারি কলেজের প্রভাষক মাহমুদ মিয়া ও প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সুহেল।

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়।

বক্তব্য রাখেন অতিথি বাবু প্রফুল্ল কুমার রায়। বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আইডিয়াল কলেজের প্রভাষক অরুপ দাশ, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিনসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমানে সিলেট এমসি কলেজের ছাত্র আজহার উদ্দিন শিমুল।

এ বিভাগের অন্যান্য