দিনে দুপুরে শাহী ঈদগাহে চুরি
নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহী ঈদগাহে দিনে দুপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ আগস্ট) পশ্চিম শাহী ঈদগাহস্থ পুষ্প হাউসে এক শিক্ষকের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া বাসাটি গ্রিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লতিফা জাহাঙ্গীর।
তিনি বলেন, আমার স্বামী ও মেয়ে ঢাকায় অবস্থান করায় সকালে বাসা তালা মেরে স্কুলে যাই। দুপুরের দিকে যখন বাসায় ফিরে আসি তখন দেখি আমার ৭ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি গেছে।
চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৪ লাখ টাকা।